ঢাকা | এপ্রিল ৩০, ২০২৫ - ৪:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম

বিনা টিকিটে ট্রেনভ্রমণ, ১৬৫ যাত্রীকে জরিমানা

  • আপডেট: Friday, October 21, 2022 - 11:11 pm

স্টাফ রিপোর্টার: বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে আন্তঃনগর পদ্মা এক্সপ্রেসের ১৬৫ যাত্রীকে জরিমানা করেছে রেল কর্তৃপক্ষ। তাদের কাছ থেকে মোট ৫৭ হাজার ৭৪০ টাকা জরিমানা আদায় করা হয়। বৃহস্পতিবার দিনগত রাতে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনে এ অভিযান চালানো হয়।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার নিজেই এ অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার হওয়ায় যাত্রীর চাপ ছিল অনেক। অভিযানে ১৬৫ জহন বিনা টিকিটের যাত্রী পাওয়া যায়।

তিনি আরও বলেন, এছাড়াও এদিন ট্রেনে ধুমপানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। বেশ কিছু সিগারেটের প্যাকেট জব্দ ও যাত্রীদের ট্রেনে ধুমপান করতে নিরুৎসাহিত করা হয়। জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে বলেও জানান রেল কর্মকর্তা।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS