ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৬:৫২ পূর্বাহ্ন

রাজশাহী মেডিকেলে কারাবন্দির মৃত্যু

  • আপডেট: Friday, October 21, 2022 - 11:12 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাবিবুর রহমান (৬৬) নামের এক কারাবন্দির মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাবিবুর পুঠিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ছিলেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহমুদুল হাসান ফিরোজ বলেন, সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে ওই কয়েদিকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বর্তমানে তার মরদেহ মর্গে রাখা আছে।