ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ১১:৫১ পূর্বাহ্ন

ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫ নম্বর ইউনিট ৭ দিন পর চালু

  • আপডেট: Thursday, October 20, 2022 - 12:06 pm

অনলাইন ডেস্ক: ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫ নম্বর ইউনিট টানা সাত দিন বন্ধ থাকার পর ফের চালু হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) রাত ১০টা ১৫ মিনিটে ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।

আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর ছিদ্দিক।

তিনি জানান, গত ৪ অক্টোবর দুপুর ২টা ৫ মিনিটে জাতীয় গ্রিড বিপর্যয় দেখা দিলে নরসিংদীর পলাশের ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৪ ও ৫ নম্বর ইউনিট বন্ধ হয়ে যায়। পরে এক ঘণ্টার মধ্যে ৩৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৪ নম্বর ইউনিটটি চালু করা গেলেও ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫ নম্বর ইউনিটটি চালু করা যায়নি।

১০ অক্টোবর যান্ত্রিক সমস্যা সমাধানের পরে ইউনিটটি উৎপাদন শুরু করে। এর দুই দিন পর ১২ অক্টোবর ইউনিটটির বিয়ারিং নষ্ট হয়ে যায়। তখন পুনরায় এই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। বিয়ারিং মেরামত করার পর ১৯ অক্টোবর (বুধবার) রাত থেকে ফের উৎপাদন শুরু হয়।

বর্তমানে এ বিদ্যুৎ কেন্দ্রের সাতটি ইউনিটের মধ্যে দুই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন চালু রয়েছে।

সোনালী/জেআর