সোনালী সংবাদ

শিশু ধর্ষণচেষ্টার দায়ে যুবকের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়ায় তিন বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মামুনুর রশীদ মামুন (২৫)। তিনি পুঠিয়ায় ধোপাপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।

সোমবার দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক মো. হাসানুজ্জামান এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট নাসরিন আখতার মিতা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১৭ সালে ৩ বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণের চেষ্টার সময় এলাকাবাসীর হাতে আটক হন মামুনুর রশীদ মামুন (২৫) । এ ঘটনায় পুঠিয়া থানায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত অভিযুক্ত মামুনুর রশীদকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

 

Exit mobile version