ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ৬:৪০ অপরাহ্ন

নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে মৃত্যু

  • আপডেট: Saturday, October 15, 2022 - 10:51 pm

স্টাফ রিপোর্টার: নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মারা গেছের এক তরুণ। শনিবার বিকালে কাটাখালী এলাকায় এ ঘটনা ঘটে। মৃত তরুণের নাম জাহিন (১৮)। সে পাবনার হাকিমপুর এলাকার গোলাম মুন্তাহা ভিকুর ছেলে। কাটাখালী তার নানার বাড়ি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রউফ জানান, নানাবাড়ি বেড়াতে এসে জাহিন পুকুরে গোসল করতে নামে। এ সময় সে গভীর পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

এরপর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর দপ্তরের স্টেশন অফিসার লতিফুর বারির নেতৃত্বে একটি ডুবুরী দল ঘটনাস্থলে পৌঁছে জাহিনকে পুকুরের তলদেশ থেকে উদ্ধার করে। এরপর তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জাহিনকে মৃত ঘোষণা করেন।

পরে আইনগত প্রক্রিয়া শেষে পুলিশ জাহিনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে বলেও জানান তিনি।