নর্থবেঙ্গল কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির পরিচালকদের প্রশিক্ষণ
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষাবোর্ডের আওতায় রাজশাহীতে নর্থবেঙ্গল কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটিভুক্ত রাজশাহী মহানগর ও জেলার কিন্ডারগার্টেন পরিচালকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। নগরীর একটি দরবার হলে শনিবার দিনব্যাপি প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থবেঙ্গল কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী বিভাগীয় কমিটির আহ্বায়ক ও মহানগরের সভাপতি গোলাম সারওয়ার স্বাপন।
নর্থবেঙ্গল কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এনবিকেপিএসএস মহাসচিব ও বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ আলী। উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন এনবিকেপিএসএসের সভাপতি আবু তালেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা রাজশাহী বিভাগীয় উপপরিচালক শেখ রায়হান উদ্দীন, এনবিকেপিএসএস সিনিয়র সহ-সভাপতি মাহাবুবুর রহমান, রাজশাহী বিভাগের সদস্য সচিব ইয়াকুব আলী, শিক্ষা সচিব খায়রুল আলম ও রাজশাহী মহানগরের সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া। এনবিকেপিএসএস রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইব্রাহিম হোসেন ও অর্থ সচিব আলমগীর হোসেন।