ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৪ - ১২:০৪ পূর্বাহ্ন

শিরোনাম

গার্ল গাইডসের ষষ্ঠ পরিষদ অধিবেশন অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, October 15, 2022 - 10:49 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের ষষ্ঠ জেলা পরিষদ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন রাজশাহী জেলার আয়োজনে গাইড হাউজে ‘৬ষ্ঠ জেলা পরিষদ অধিবেশন ২০২২’ অনুষ্ঠিত হয়।

অধিবেশনে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিল, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জয়া মারীয়া পেরেরা, বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের রাজশাহী অঞ্চলের কমিশনার সিরাজুম মুনিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের রাজশাহী জেলা কমিশনার সাবরীনা শারমিন।

অনুষ্ঠানটি দুইটটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে উদ্বোধনী অনুষ্ঠান এবং দ্বিতীয় পর্বে অধিবেশন কার্যক্রম শুরু হয়। অধিবেশনে রাজশাহী জেলার ১০টি উপজেলা থেকে গাইডার, কমিশনার, সদস্য, ট্রেইনার ও অফিস স্টাফসহ মোট ২০০ জন উপস্থিত ছিলেন।