ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ১০:৪৬ পূর্বাহ্ন

মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে ২০ জান্তাসেনা নিহত

  • আপডেট: Friday, October 14, 2022 - 10:58 pm

 

অনলাইন ডেস্ক: মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে জান্তা বাহিনীর গত দুদিনে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন জান্তা সৈন্য ও সরকারপন্থী মিলিশিয়া সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে পিপলস ডিফেন্স ফোর্স। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ইরাবতী।

ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার দেশটির বাগো, মেন্দালে, তানিনথারি অঞ্চলসহ চিন, কায়াহ ও কারেন রাজ্যে জান্তা বাহিনীদের ক্যাম্প লক্ষ্য করে দফায় দফায় বোমা হামলা ও মাইন বিস্ফোরণ চালায় পিপলস ডিফেন্স ফোর্সসহ আরও কয়েকটি সশস্ত্র গোষ্ঠী। এসব হামলায় বেশ কয়েকজন মিয়ানমার সেনা হতাহত হয়েছেন বলে দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠীগুলো।

এদিকে, প্রতিবেদনে বলা হয়েছে, গত দুদিনে মিয়ানমার সেনাদের হামলায় সশস্ত্র গোষ্ঠীর চার সদস্য ও শিশুসহ অন্তত ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

এরআগে, বুধবার মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জান্তা বাহিনীর অন্তত ৪০জনের বেশি সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছিলো দেশটির সশস্ত্র গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্স-পিডিএফ।