ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ১১:৫৯ অপরাহ্ন

শিরোনাম

সিল্কসিটি ট্রেনে আগুন

  • আপডেট: Friday, October 14, 2022 - 11:20 pm

স্টাফ রিপোর্টার: ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। চলন্ত অবস্থায় একটি বগির সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে কিছুক্ষণের মধ্যেই ত্রুটির সমাধান করে ট্রেন ছেড়ে যায়।

শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে রাজশাহীর নন্দনগাছি স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে ট্রেনের কোনো যাত্রীর হতাহতের ঘটনা ঘটে নি।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। অসীম কুমার তালুকদার বলেন, ট্রেনটি সকাল ৭টা ৪০ মিনিটের দিকে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। যাত্রার কিছুক্ষণ পরেই নন্দনগাছি স্টেশন এলাকায় ট্রেনের ঘ বগিতে আগুনের সূত্রপাত হয়।

ধারণা করা হচ্ছে, ইঁদুর ওই বগির আর্থিং তারটা কেটে দিয়ে থাকতে পারে। যেজন্য সুইচ দেওয়ার সাথেই ফায়ারিং হচ্ছিলো। পরে তারটি মেরামত করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এ ঘটনায় ট্রেনের বগি কিংবা যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।