ঢাকা | মে ১৪, ২০২৫ - ২:২৭ অপরাহ্ন

শিরোনাম

বিশ্বকাপ স্কোয়াডে সৌম্য-শরিফুল, বাদ পড়েছেন সাব্বির-সাইফুদ্দিন

  • আপডেট: Friday, October 14, 2022 - 11:11 pm

 

অনলাইন ডেস্ক: আগামী ১৬ অক্টোবর শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার সাতটি শহরে এ টুর্নামেন্ট চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত।

এ টুর্নামেন্ট উপলক্ষে আইসিসির কাছে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড পাঠিয়েছে বিসিবি। টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন সৌম্য সরকার এবং শরিফুল ইসলাম। আগের ঘোষিত স্কোয়াড থেকে বাদ পড়েছেন সাব্বির রহমান এবং মোহাম্মদ সাইফউদ্দিন।

দীর্ঘ বিরতির পর চলতি বছরের এশিয়া কাপে দলে ফেরার সুযোগ পায় সাব্বির। তবে সুযোগ পেয়েও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি ডানহাতি এ ব্যাটার। একই সমস্যা সাইফউদ্দিনেরও। ইনজুরি কাটিয়ে দলে ফিরে এখন পর্যন্ত তেমন কোনো পারফর্ম করতে পারেননি টাইগারদের এ পেস অলরাউন্ডার। তাই বিশ্বকাপের ঠিক আগে কপাল পুড়লো এই দুই ক্রিকেটারের।

এদিকে বিশ্বকাপের মূলপর্ব শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে শনিবার (১৫ অক্টোবর) ব্রিজবেনে পৌঁছাবে বাংলাদেশ দল। ২৪ অক্টোবর বিশ্বকাপ মিশন শুরুর আগে আগামী ১৭ ও ১৯ অক্টোবর যথাক্রমে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

আইসিসির বেঁধে দেয়া নিয়ম অনুযায়ী, ১৫ অক্টোবরের মধ্যে অংশগ্রহণকারী দলগুলোকে টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড দিতে হতো। তাই নির্ধারিত সময়ের একদিন আগেই শুক্রবার (১৪ অক্টোবর) নিজেদের চূড়ান্ত দল আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার কাছে পাঠালো বিসিবি।

এদিকে বিশ্বকাপের খেলা দেখতে এরই মধ্যে ছয় লাখের বেশি মানুষ টিকিট কিনেছেন। দর্শক চাহিদার শীর্ষে আছে ভারত, পাকিস্তান ও স্বাগতিক অস্ট্রেলিয়ার ম্যাচের টিকিট। গত মাসে টিকিট বিক্রি শুরুর প্রথম ১০ মিনিটেই শেষ হয়ে যায় ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট।

বাংলাদেশের পরিবর্তিত স্কোয়াড

সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, কাজী নুরুল হাসান সোহান (সহ অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত ও নাসুম আহমেদ।

স্ট্যান্ডবাই

মোহাম্মদ সাইফউদ্দিন, সাব্বির রহমান, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান।

Hi-performance fast WordPress hosting by FireVPS