ঢাকা | মে ১৫, ২০২৫ - ১:২৮ পূর্বাহ্ন

শিরোনাম

জাতীয় ক্রিকেট লীগে রাজশাহী ও বরিশালের খেলা ড্র

  • আপডেট: Thursday, October 13, 2022 - 11:20 pm

 

স্পোর্টস ডেস্ক: বৃষ্টির কারণে প্রায় দেড়দিন মাঠে বল না গড়ালেই অবশেষে রাজশাহীর ও বরিশালের মধ্যে অনুষ্ঠিত খেলাটি অমীমাংসিত ভাবে শেষ হয়েছে। বৃহস্পতিবার শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ২৪ তম জাতীয় ক্রিকেট লীগের টায়ার টুয়ের প্রথম রাউন্ডের বরিশাল ও রাজশাহী‘র মধ্যে অনুষ্ঠিত খেলার চতুর্থ দিনে মাঠ ভেজা থাকায় মধ্যহ্ন বিরতির পর আম্পায়ার খেলা শুরু করেন।

দলের পক্ষে ১৮৬ রানে দুই অপরাজিত ব্যাটার প্রীতম ও সানজামুল ইসলাম নয়ন ব্যাট করতে এসে দিনের প্রথম বলেই কামরুল ইসলাম রাব্বির বলে ক্যাচ তুলে দিলে প্রীতম। তিনি ৬১ রানের সাথে কোন রান যোগ না করে ড্রেসিং রুমে ফিরে যান। দলের বাকি ব্যাটারদের নিয়ে সানজামুল ভালোই খেলতে থাকেন। ৭২.২ ওভারে তিনি ব্যক্তিগত ৫৫ রানে আউটের হলে রাজশাহী প্রথম ইনিংস শেষ হয় ২৩১ রানে । বরিশালের কামরুল ইসলাম রাব্বি ৭২ রানের বিনিময়ে ৪ উইকেট লাভ করেন।

৫০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পরে বরিশাল বিভাগ। মাত্র ৩৪ রানে দলের চারটি মূল্যবান উইকেট হারিয়ে বসে বরিশাল। এসময় পেস বোলার রানা ও সানজামুল ইসলাম নয়ন ভয়ঙ্কর হয়ে উঠলে বিপদে পরে যায় বরিশাল বিভাগ। খেলা শেষ হওয়ার আধাঘন্টা আগে উভয় দলের অধিনায়করা মিউচুয়াল হ্যান্ডসেক করার সময় বরিশালের ২য় ইনিংসে সংগ্রাহ ছিল ২৪ ওভারে ৫ উইকেটের বিনিময়ে মাত্র ৭১ রান। ২য় ইনিংসে বরিশালের উল্লেখযোগ্য ৩২ রান আসে সালমানের ব্যাট থেকে।

রাজশাহীর বোলারদের মধ্যে রানা ১২ রানে ও সানজামুল ২৯ রানের বিনিময়ে ২টি করে উইকেট লাভ করেন। দুই ইনিংসে ৪ উইকেট ও মূল্যবান ৫৫ রানের কারণে ম্যাচ শেষে সেরা খেলোয়াড় নির্বাচিত হন রাজশাহী বিভাগ দলের অলরাউন্ডার সানজামুল ইসলাম নয়ন।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS