ঢাকা | নভেম্বর ২৭, ২০২৪ - ৫:৫১ অপরাহ্ন

স্টেশন এলাকার সন্ত্রাসী অনিক গ্রেপ্তার

  • আপডেট: Thursday, October 13, 2022 - 11:06 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর শিরোইল স্টেশন এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ অনিক ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। অনিকের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও চাঁদাবাজিসহ বেশ কিছু মামলা আছে। গত বুধবার রাতে বোয়ালিয়া থানা পুলিশ বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। অনিক ওই এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে।

এলাকার স্থানীয়রা জানিয়েছে, অনিক রাজশাহী রেলস্টেশন, বাস টার্মিনাল ও রেল ভবন চত্বরের সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী নামে পরিচিত। তিনি রেলভবনে ঠিকাদারকে কাছে আতঙ্ক। ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিজাম-উল আজিম নিজাম ও বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব উদ্দিন চৌধুরীর ঘনিষ্ট। তাদের ছত্রছায়ায় অনিক ওইসব এলাকায় নানা রকমের অপকর্মে জড়িত।

অনিক ইসলাম বেড়ে উঠেছে বাস্তুহারাপাড়ার বস্তিতে। সে রেলের একটি কোয়ার্টার দীর্ঘদিন থেকে দখল করে রেখেছে। স্টেশনের টিকিট কালোবাজারি নিয়ন্ত্রণ করেন তিনি। এছাড়াও রেলওয়ে কন্ট্রোলার অফ স্টোরস সিওএস, চিফ ইঞ্জিনিয়ার দপ্তরের টেন্ডার অন্য ঠিকাদারকে পাইয়ে দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। আবার অনেককে টেন্ডার পাইয়ে দেয়ার নাম করে টাকা নিয়ে কোটি টাকার মতো আত্মসাৎ করেছেন। দৈনিক সোনার দেশ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত আবুল হোসেন মালেকের ছেলে রাসেলসহ অনেকের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন।

অনিক শিরোইল কাঁচাবাজারে অবস্থিত রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের পুবালী মার্কেটের একাধিক দোকান জোরপূর্বক দখলে নিয়ে মাদকের আখড়া বসিয়েছে। টার্মিনাল এলাকার বিলবোর্ড, বৈদ্যুতিক তারসহ বিভিন্ন সরকারি সরঞ্জাম রাতের আধারে চুরি করে। এধরনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। টার্মিনাল এলাকার হোটেলে দল ধরে খেয়ে বিল না দেয়া, বিভিন্ন দোকানে চাঁদাবাজি ও ফুটপাত ব্যবসায়ীদের জিনিসপত্র জোর করে কেড়ে নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রেলওয়ের নিয়োগ বাণিজ্যে জড়িত রয়েছে। তার ভয়ে কেউ থানায় মামলা করতে যাওয়ার সাহস পায় না।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, তিনি জানান, অনিকের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।