ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ৬:৪৫ অপরাহ্ন

সিরিয়ায় সামরিক বাসে বিস্ফোরণ, ১৮ সেনা নিহত

  • আপডেট: Thursday, October 13, 2022 - 10:56 pm

 

অনলাইন ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে গ্রামাঞ্চলে বৃহস্পতিবার সামরিক বাহিনীর একটি বাসকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ বিস্ফোরণে কমপক্ষে ১৮ সৈন্য নিহত এবং ২০ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় রেডিও শাম এফএম।

যুদ্ধক্ষেত্রের বাইরে থাকা সিরিয়ার সরকারী সৈন্যদের বিরুদ্ধে কয়েক মাসের মধ্যে সবচেয়ে মারাত্মক হামলা এটি। বিশেষ করে দামেস্কের গ্রামাঞ্চল সহ বাসে হামলা বেড়েই চলেছে।

বৃহস্পতিবারের হামলার জন্য তাৎক্ষণিকভাবে কোনো দায় স্বীকার করা হয়নি এবং সিরিয়ার কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে যুদ্ধ পর্যবেক্ষক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে যে বিস্ফোরণে ১৭ সৈন্য নিহত হয়েছে।

উল্লেখ্য, সিরিয়ায় এক দশকের সংঘাতে কয়েক লাখ মানুষ নিহত হয়েছে এবং দেশটি ভেঙে পড়েছে। সিরিয়ার সরকারী সৈন্যরা বিরোধী যোদ্ধাদের কাছে যে এলাকা হারিয়েছিল তার অনেকটাই পুনরুদ্ধার করতে পেরেছে। তবে সম্প্রতি দামেস্ক এবং সরকার নিয়ন্ত্রিত সিরিয়ার অন্যান্য অংশের আশেপাশে নিরাপত্তার ঘটনা বেড়েই চলেছে।