ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ৪:২৪ অপরাহ্ন

ছয় কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট: Thursday, October 13, 2022 - 11:10 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহীর মোহনপুরে ছয় কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত বুধবার রাত সাড়ে ১০টায় রাজশাহীর বাকশিমইলের রায়হান কোল্ড স্টোরেজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় ৬ কেজি গাঁজা, একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৫ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর নাম শরীফুল ইসলাম (৩৬)। তিনি একই এলাকার ময়েজ উদ্দিনের ছেলে।

এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মোহনপুর থানায় মাদক আইনে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।