রাজশাহীর বিরুদ্ধে বরিশালের ২৬৯ রান

স্পোর্টস ডেস্ক: ২৪ তম জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) ২৬৯ রান করেছে বরিশাল বিভাগ। সোমবার শহীদ এএইচএম কামারুজ্জান বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ২৪ তম জাতীয় ক্রিকেট লীগের টায়ার টুয়ের প্রথম পর্বের খেলায় স্বাগতিক রাজশাহী বিভাগের বিরুদ্ধে ৯০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৬৯ রান সংগ্রহ করেছে বরিশাল বিভাগ।
টস জিতে বল করার সিদ্ধান্ত নেন রাজশাহী বিভাগ দলের অধিনায়ক ফরহাদ হোসেন। অধিনায়কের সিদ্ধান্ত সঠিক বলে প্রমাণ করেন রাজশাহী বিভাগ দলের বোলাররা। মাত্র ১৫২ রানে বরিশাল বিভাগ দলের ৬জন ব্যাটারদের সাজ ঘরে ফেরান রাজশাহীর বোলাররা। বরিশাল দলের অলরাউন্ডার সোহাগ গাজী ৫৬ রান করেন। এছাড়াও সায়েম ৫৯ রানের মাথায় রাজশাহীর পেস বোলার রানাকে পুল খেলতে গিয়ে মেহরাব হোসেন অহিনের হাতে শট মিড উইকেটে ধরা পরেন।
দিন শেষে তানভির ইসলাম ৪৩ ও শাহিন আলম ৫ রানে অপরাজিত থেকে মঙ্গলবার ব্যাট করতে মাঠে নামবেন। রাজশাহী বিভাগের বোলারদের মধ্যে রানা ৩৬ রানে ৪ উইকেট নেন। এছাড়াও সানজামুল ইসলাম নয়ন ৬৫ রানে ২ উইকেট ও ফরহাদ রেজা ৬০ রানে, শফিকুল ৬২ রানে ও অহিন ৩৩ রানের বিনিময়ে ১টি করে উইকেট লাভ করেন।
খেলার শুরুতে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ২৪তম জাতীয় ক্রিকেট লীগের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কোষাধাক্ষ্য হাসিনুর রহমান টিংকু।