ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত হয়েছে। দিনটিতে সকালে বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহানগরীতে জশনে জুলুস বের করা হয়।
মহানগরীর সূফীনগর থেকে খানকাহ বখশীয়া দরবার মুখতারীয়া থেকে সকাল ১০টায় বিশাল জশনে জুলুস বের করে। কার, মোটরসাইকেল ও ট্রাকে সারিবদ্ধভাবে র্যালিটি মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কমোড় প্রদক্ষিণ করে।
এছাড়াও এদিন সকাল ৯টার দিকে রাজশাহী নগরীর শিরইল কলোনীর বায়তুল মামুর জামে মসজিদ থেকে প্রতি বছরের মতই এবারও রাজশাহী মহানগর গাউছিয়া কমিটির উদ্যোগে ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শিরইল কলোনী ৪ নম্বর গলির শেষ মাথায় বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বের হয়ে দরগাপাড়া হযরত শাহ মখদুম (রাঃ) এর মাজারে চাদরপুসি, পুস্পস্তবক অর্পন ও মাজার জিয়ারত করে সমগ্র মুসলিম উম্মার এবং দেশ ও জাতির জন্য শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
এছাড়াও মহানগরীতে দিনভর আয়োজন করা হয়েছে আলোচনা সভা, ওয়াজ মাহফিল ও মিলাদ মাহফিল, হামদ নাথ প্রতিযোগিতা। এসব অনুষ্ঠানে শান্তি প্রতিষ্ঠায় মহানবীর (সাঃ) জীবনাদর্শের সঠিক অনুসরণ-অনুশীলনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হচ্ছে।