ঢাকা | জুলাই ২৭, ২০২৪ - ৬:৩০ পূর্বাহ্ন

কলকাতার রেড রোডে দুর্গাপূজার বর্ণাঢ্য শোভাযাত্রা

  • আপডেট: Saturday, October 8, 2022 - 2:00 pm

অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গের কলকাতার রেড রোডে আজ শনিবার দুর্গাপূজার বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। অংশ নেবে প্রায় ১০০টি পূজা কমিটি। রেড রোড জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

করোনা আবহে দু’বছর বন্ধ থাকার পর এবছর ফিরছে পূজা কার্নিভাল। কলকাতার দুর্গাপূজা ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর এবারের শোভাযাত্রা বাড়তি গুরুত্ব পাচ্ছে।

শনিবার বিকেল ৪টার সময় রেড রোডে শুরু হবে শোভাযাত্রা । পুলিশের ‘ডেয়ার ডেভিল’ বাহিনীর স্টান্ট দিয়ে প্যারেড শুরু হবে। শোভাযাত্রা উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূজা কমিটি পিছু ঢাকি, শিল্পী-সহ ৫০ জনের বেশি প্রতিনিধি থাকতে পারবেন না শোভাযাত্রায়।

শোভাযাত্রা উপলক্ষে কলকাতার একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এ নিয়ে বিশেষ নির্দেশিকা দিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ।

সোনালী/জেআর