ঢাকা | সেপ্টেম্বর ২১, ২০২৪ - ৩:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম

অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার

  • আপডেট: Friday, October 7, 2022 - 11:04 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে অপহরণের শিকার এক স্কুলছাত্রীকে (১৪) উদ্ধার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে জেলার গোদাগাড়ী উপজেলার লস্করহাটি গ্রামে অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। এ সময় মেহেদী হাসান (২২) নামের এক কিশোর গ্যাং নেতাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৫ এর রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, গ্রেপ্তারকৃত কিশোর গ্যাং লিডার মেহেদীর বাড়ি লস্করহাটি গ্রামেই। প্রাইভেট পড়তে যাওয়া-আসার সময় ওই স্কুলছাত্রীকে উত্যক্ত করতেন মেহেদী। গত ৪ অক্টোবর প্রাইভেট পড়ে বাড়ি ফেরার সময় ওই স্কুলছাত্রীকে তুলে নিয়ে যান তিনি। এ নিয়ে ভুক্তভোগী ছাত্রীর বাবা গোদাগাড়ী থানায় একটি লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতেই র‌্যাব অভিযান চালায়।

এর আগে গত ৭ সেপ্টেম্বর ওই কিশোরীর চাচাতো ভাইকে অপহরণ করে নিয়ে যান মেহেদী ও তার সহযোগীরা। অপহরণের পর এই এসএসসি পরীক্ষার্থীকে নির্যাতন করা হয়। শরীরের বিভিন্ন স্থানে সিগারেটের আগুনের ছ্যাঁকা দেওয়া হয়। পরে তাকে ফেলে যাওয়া হয়।

এরপর তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে ওই স্কুলছাত্রের বাবা মামলা করলে মেহেদীকে গ্রেপ্তার করে পুলিশ। কয়েকদিন কারাগারে থেকে তিনি জামিনে মুক্তি পান। এরপরই ওই স্কুলছাত্রের চাচাতো বোনকে অপহরণ করেন।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, মেহেদীকে র‌্যাব থানায় হস্তান্তর করেছে। উদ্ধার করা স্কুলছাত্রীকেও পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। মেহেদীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। আর শারীরীক পরীক্ষার জন্য ওই স্কুলছাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে।