ঢাকা | নভেম্বর ২৪, ২০২৪ - ৯:৪৫ অপরাহ্ন

প্রথম ডোজ নেয়া যাবে আরও ৩ দিন

  • আপডেট: Monday, October 3, 2022 - 10:15 pm

 

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে করোনা ভাইরাসের টিকাদানের বিশেষ কর্মসূচির সময় আরও তিন দিন বাড়িয়ে ৮ অক্টোবর পর্যন্ত চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচির সোমবাই শেষ হওয়ার কথা ছিল।

সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিডা. আচালক অধ্যাপক হমেদুল কবীর।

তিনি বলেন, সব মানুষকে টিকার আওতায় আনতে কর্মসূচির মেয়াদ আরও তিন দিন বাড়ানো হয়েছে। এ কর্মসূচিতে সব মিলিয়ে এক কোটির বেশি ডোজ টিকা দেয়া হয়েছে। প্রথম ডোজ নেননি এমন অনেকে আছেন এর মধ্যে। আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। মানুষ টিকা নিতে চায়। এজন্যই আরও কিছু মানুষকে এর আওতায় আনতে কর্মসূচি আরও তিন দিন চলবে।

মাঝে সরকারি ছুটি থাকায় ৪, ৬ ও ৮ অক্টোবর, এই তিনদিন টিকাদান কর্মসূচি চলবে বলেও জানান তিনি।

এই কর্মসূচির আওতায় করোনা ভাইরাসের টিকার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় (বুস্টার) ডোজ দেয়া হচ্ছে। এ কর্মসূচি শেষে দ্বিতীয় ও বুস্টার ডোজ নেয়ার সুযোগ থাকলেও প্রথম ডোজ নেয়ার কোনো সুযোগ আর থাকছে না। এখন যারা প্রথম ডোজ নিচ্ছেন, তাদের দ্বিতীয় ডোজ দেয়া হবে বিশেষ ব্যবস্থায়।