ঢাকা | সেপ্টেম্বর ১৯, ২০২৪ - ১১:৪২ অপরাহ্ন

শিরোনাম

শয়নকক্ষে মিললো মা ও দুই ছেলের লাশ

  • আপডেট: Saturday, October 1, 2022 - 10:42 pm

 

অনলাইন ডেস্ক: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় শয়নকক্ষ থেকে মা ও দুই ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের মবুপুর গ্রামের বাড়ি থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বেলকুচি থানার ওসি তাজমিলুর রহমান জানান।

ওসি তাজমিলুর বলেন, একটু ফাঁকা জায়গায় একটি টিনের ঘরের মধ্যে লাশগুলো রয়েছে। ঘরটি বাইরে থেকে শিকল দিয়ে আটকানো ছিল। নিহতের এক বোন খোঁজ নিতে এসে বিকট দুর্গন্ধ পায়। পরে শিকল খোলে লাশ দেখতে পায়। তখন তিনি চিৎকার করে এলাকাবাসীকে ডাকেন। লাশগুলোতে কিছুটা পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, চার থেকে পাঁচদিন আগে তাদের হত্যা করা হয়েছে।

ওসি আরও বলেন, নিহতের স্বামী সুলতান আলীর একাধিক বিয়ে রয়েছে। কিছুদিন আগে তিনি এক স্ত্রীর একটি মামলায় জামিন পেয়ে বেরিয়ে এসেছেন বলে স্থানীয় লোকজন পুলিশকে জানিয়েছে। সুলতানের ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পিবিআই ও সিআইডিকে খবর দেয়া হয়েছে। তদন্ত শুরু হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে বলে জানায় পুলিশ।

নিহতরা হলেন, গ্রামের সুলতান আলীর স্ত্রী রওশন আরা (৩৫), তাদের বড় ছেলে জিহাদ (১০) এবং ছোট ছেলে ফাহিম (৩)।