ঢাকা | মে ২, ২০২৫ - ১:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম

সাতটি ফ্ল্যাটের বিদ্যুৎ সংযোগ কেটে দিলেন এমপি ফারুক

  • আপডেট: Friday, September 30, 2022 - 11:22 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর মালিকানাধীন ‘থিম ওমর প্লাজা’র আবাসিক ভবনের সাতটি ফ্ল্যাটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। সার্ভিস চার্জ বৃদ্ধিও প্রতিবাদ করাতে বিদ্যুৎ সংযোগ কেটে দেয়া হয় বলে অভিযোগ করেন ফ্ল্যাটের মালিকরা।

ফ্ল্যাট মালিকরা অভিযোগ করেন, কোন কারণ ছাড়া তিন হাজার টাকা ‘সার্ভিস চার্জ’ নেন এমপি ওমর ফারুক চৌধুরী। গত বুধবার সার্ভিস চার্জ আরও এক হাজার টাকা বৃদ্ধি করেন। সার্ভিস চার্জ বৃদ্ধির প্রতিবাদ ও ফ্ল্যাট মালিকদের সভায় উপস্থিত না হওয়াতে তিনি বিদ্যুৎ সংযোগ বন্ধের নির্দেশ দেন। বৃহস্পতিবার নেসকোর অনুমতি ছাড়া সরাসরি আমাদের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেন। বৃহস্পতিবার থেকে বিদ্যুৎহীন অবস্থায় ছিল।

আবদুল আলীম নামের অবসরপ্রাপ্ত এক চিকিৎসক একটি ফ্ল্যাটের মালিক। তিনি বলেন, এমপি ওমর ফারুক চৌধুরীর মালিকানাধীন থিম ওমর প্লাজায় একটি ফ্ল্যাট কিনে বসবাস করছি। গত তিন বছরে এমপি ওই ভবনের প্রতিটি ফ্লাটের সার্ভিস চার্জ দেড় হাজার থেকে থেকে ৩ হাজার টাকায় নিয়ে গেছেন কোনো সিদ্ধান্ত ছাড়া। এরই মধ্যে বুধবার সন্ধ্যায় আবারও এক হাজার টাকা বৃদ্ধিও নোটিশ দিয়েছেন তিনি।

ওইদিন সন্ধ্যায় তিনি সভায় করে সার্ভিস চার্জ বাড়িয়ে দেন। কিন্তু সভায় কোন ফ্ল্যাট মালিক উপস্থিত ছিলেন না। সভার বিষয়ও কোন মালিককে কিছুই জানানো হয়নি। সার্ভিস চার্জ বৃদ্ধিও প্রতিবাদ করাতে ক্ষিপ্ত হয়ে এমপি ফারুক চৌধুরীর নির্দেশে সাতটি ফ্লাটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বৃহস্পতিবার সকাল থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এমপির লোকজন। যারা ওই ফ্লাটে বিদ্যুতের কাজের জন্য নিয়োজিত।

আবদুল আলিম অভিযোগ করে বলেন, ‘আমি অসুস্থ মানুষ। হঠাৎ দেখি বাড়ির বিদ্যুৎ নাই। জেনারেটরেও বিদ্যুৎ আসে না। কারণ জানতে চাইলে এমপির কর্মচারিরা জানায়, এমপি স্যারের নির্দেশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। যারা সভায় উপস্থিত হয়নি, তাদের বাড়ির সংযোগ কেটে দেওয়া হয়েছে। কিন্তু বিষয়টি দুঃখজনক।’

জাহিদুল ইসলাম নামের আরেক ফ্ল্যাট মালিক বলেন, ‘আমরা বিদ্যুৎ বিল দেয় নেসকোকে। বিদ্যুৎ বিল বকেয়া থাকলে তারা লাইন কাটতে পারে। কিন্তু আমার ফ্ল্যাটের বিদ্যুৎ লাইন কিভাবে এমপির লোকজন অবৈধ কাটতে পারে? কিন্তু তিনি কোন কথা শুনতে চান না। যা বলেন তাই করেন।’

তিনি আরও বলেন, ‘রাজশাহী শহরের কোথাও ফ্ল্যাটের সার্ভিস চার্জ দুই হাজার টাকার উপরে নেই। কিন্তু এমপি দফায় দফায় চার্জ বৃদ্ধি করতে করতে চার হাজার টাকায় নিয়ে গেছেন। তার পরেও মাস শেষ না হতেই আমাদের ফ্ল্যাটের বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছেন তিনি। এটি করতে পারেন না। ফ্ল্যাট আমাদের সার্ভিস চার্জ সেটি আলাদা বিষয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ক্ষমতা পান কোথায় উনি?’

থিম ওমর প্লাজার ফ্ল্যাটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়ে কথা বলতে এমপি ওমর ফারুক চৌধুরীর মোবাইলফোনে কয়েকবার কল দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে নেসকোর নির্বাহী প্রকৌশলী অমিত রায় বলেন, একজনের লাইন আরেকজন কাটতে পারেন না। এটা আইনত দণ্ডনীয় অপরাধ। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেবো।

উল্লেখ্য, থিম ওমর প্লাজা সাততলা পর্যন্ত বাণিজ্যিক ও এরপর আবাসিক ভবন। এর আগেও থিম ওমর প্লাজায় শীর্ষ মাদক কারবারিরা দোকান কিনে ব্যবসা পরিচালনা করছে বলে অভিযোগ আছে। এছাড়াও এই ভবনে এমপি ওমর ফারুক চৌধুরীর ব্যক্তিগত কার্যালয় আছে। তিনি গত ৭ জুলাই রাতে রাজাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজাকে হকিস্টিক দিয়ে পিটিয়ে ছিলেন যা জাতীয় বিশ্ববিদ্যালয়ে তদন্ত কমিটিতে প্রমাণিত হয়েছে।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS