ঢাকা | মে ৩, ২০২৫ - ৪:৫১ পূর্বাহ্ন

শাকিব-বুবলীর বিবাহ বিচ্ছেদ?

  • আপডেট: Friday, September 30, 2022 - 10:37 pm

 

অনলাইন ডেস্ক: ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী ফেসবুকে ছবি প্রকাশের মধ্য দিয়ে নিজেদের সন্তানের খবর প্রকাশ করেছেন। জানিয়েছেন, তাদের ছেলের নাম শেহজাদ খান বীর। তবে দুজনের বিয়ে নিয়ে কোন তথ্যই দেননি তারা।

দুদিন আগে শাকিব খান তার প্রথম সন্তান আব্রাম খান জয়ের জন্মদিনে সামাজিকমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছিলেন। সেদিনই শবনম বুবলী নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ করেন। ফলশ্রুতিতে দীর্ঘদিনের গুঞ্জন স্বীকার করে নিয়েছেন এই দম্পতি, এমন ধারণা নেটিজনদের একাংশের।

তাদের দুজনের ঘনিষ্ঠজনদের বরাতে বুবলীর বেবিবাম্প ও তার সন্তানের পিতা কে, তা নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়ে আসছে। এরপর সূত্রের বরাতে, সে সন্তানের পিতা শাকিব খান, এমন খবর প্রকাশের পর তা স্বীকার করতে বাধ্য হন শাকিব।

তবে শাকিব খান ও শবনম বুবলীর একাধিক সূত্র দাবি করছে, সন্তানের কথা স্বীকার করলেও এখন আর একসঙ্গে থাকছেন না শাকিব-বুবলী।

‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার শুটের আগেই এই দম্পতির ‘বিচ্ছেদ’ হয়েছে বলে দাবি সূত্রগুলোর। যদিও এই প্রসঙ্গে সূত্রের করা দাবির কোন প্রমাণ পাওয়া যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শাকিব খান ও শবনম বুবলীর মন্তব্যও পাওয়া যায়নি।

এর আগে শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস সন্তানের খবর প্রকাশ্যে নিয়ে আসায় ২০১৭ সালের ২২ নভেম্বর শাকিব অপুর সঙ্গে বিচ্ছেদের জন্য আবেদন করেন। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ হয়।

শাকিব-অপুর ১০ বছরের সংসারে একটি ছেলেসন্তানের জন্ম হয়। বিচ্ছেদের পর থেকে জয় মায়ের সঙ্গে থাকে। পড়াশোনা করে ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলে।

Hi-performance fast WordPress hosting by FireVPS