ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ৭:৫১ অপরাহ্ন

পূজামণ্ডপে ২৪ ঘণ্টা ভলেন্টিয়ার রাখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট: Friday, September 30, 2022 - 10:45 pm

 

অনলাইন ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পূজামণ্ডপে যাতে অপ্রিতিকর ঘটনা ঘটাতে না পারে, সেজন্য এ বছর প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। ২৪ ঘণ্টা পূজা মণ্ডপে ভলেন্টিয়ার রাখা হবে। পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীও থাকবে। আশা করছি কোনো প্রকার অপ্রিতিকর ঘটনা ঘটবে না।

শুক্রবার বিকেলে ভোলার লালমোহন উপজেলা ক্রিড়া সংস্থার আয়োজনে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে শেখ হাসিনা গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টের ফাইনাল খেলার আয়োজনে গিয়ে এসব কথা বলেন তিনি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো এ দেশের হিন্দু, মুসলামান, বৌদ্দ ও খ্রিস্টান সবাই মিলে একটি অসাম্প্রদায়িক দেশ হবে। স্বাধীনতার সময় সবার রক্তই রঞ্জিত হয়েছে এ দেশ। আমরা সবাইকে নিয়ে চলবো এবং সবাইকে নিয়ে চলছি।

মন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রীর কথা হলো ‘উৎসব সবার ধর্ম যার যার’। আমরা হিন্দুদের পূজায় যাই, খ্রিস্টানের বড়দিনে যাই, আবার মুসলমানদের ঈদের দিনে সবাই একসাথে ঈদ উদযাপন করি। এটাই হলো বাংলাদেশ। সেজন্যই আমরা এগিয়ে চলছি।