ঢাকা | নভেম্বর ২৫, ২০২৪ - ৮:৩২ অপরাহ্ন

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে পূজার নতুন জামা বিতরণ

  • আপডেট: Friday, September 30, 2022 - 11:33 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সুবিধাবঞ্চিত সনাতন ধর্মাবলম্বী শিশুদের মাঝে পূজার নতুন জামা বিতরণ করেছে নবজাগরণ ফাউন্ডেশন। গতকাল শুক্রবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের ১২৫ নম্বর কৃক্ষে ২৯ জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করে রাবি ছাত্র উপদেষ্টা দপ্তর।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, নবজাগরণের এই আয়োজনটি একটি মহৎ আয়োজন এবং মনের দিক দিয়ে বিশাল। শারদীয় দূর্গোৎসব আমাদের বাঙালির পূজো, বাঙালির লোকায়িত যে ধর্ম সে ধর্মের পূজো একটা আনন্দ। রাষ্ট্র যেমন সবার তেমনি ধর্ম যার যার হোক উৎসব কিন্তু সবার। এই অনুষ্ঠানকে আরও অর্থবহ করার জন্য নবজাগরণ ফাউন্ডেশন যে উদ্যোগ গ্রহণ করেছে তাকে আমি সাধুবাদ জানাই। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের লেখাপড়ার সার্থকতা আমি এখানেই দেখতে পাই। লেখাপড়ার পাশাপাশি সমাজের যে পশ্চাতপর বিষয়গুলো আছে সেগুলোকে সামনে নিয়ে আসতে হবে। এটাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা। শুধু জিপিএ-৫ অথবা ফার্স্ট ক্লাস পাওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা নয়।

সংগঠনের সদস্য নাদিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবজাগরন ফাউন্ডেশনের সভাপতি রাসেল সরকার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূর, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি ড. ফারহাত তাসনিম, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মনিরা জান্নাতুল কোবরা, নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মনিমুল হক প্রমুখ।

‘নবজাগরণ ফাউন্ডেশন’ একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে আসছে।