রাজশাহীতে জেসিআইয়ের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই)। এদিন রাজশাহী চ্যাপ্টারের নতুন কমিটিও গঠন করা হয়।
শুক্রবার বিকেলে নগরীর একটি চারতারকা হোটেলে এ উপলক্ষে আলোচনা সভা, নতুন কমিটি ঘোষণা, শপথ বাক্য পাঠ করা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কেক কাটার মাধ্যমে জেসিআইয়ের রাজশাহীতে যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ আব্দুল্লাহ শাওন। আর সাধারণ সম্পাদক হয়েছেন মো. তামিম হোসেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. রোখসানা বেগম। এছাড়াও বিভিন্ন সংগঠন ও পেশাজীবি নেতৃবৃন্দ
জেসিআই ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণ পেশাজীবীদের সংগঠন। ১৯১৫ সালে প্রতিষ্ঠিত এই আন্তর্জাতিক সংগঠনের সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের সেইন্ট লুইসে। বিশ্বের ১২৪টিরও বেশী দেশে কাজ করে এই সংগঠনটি।