ঢাকা | জানুয়ারী ৮, ২০২৫ - ১২:৩১ অপরাহ্ন

শিরোনাম

মতিহার থানা যুবমৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন

  • আপডেট: Friday, September 30, 2022 - 11:41 pm

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ যুবমৈত্রী রাজশাহী মহানগরের অন্তর্গত মতিহার থানার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কাজলার শেখ রাসেল স্কুল প্রাঙ্গণে এক প্রতিনিধি সভার মধ্য দিয়ে এই কমিটি গঠন করা হয়।

প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন যুবনেতা আলমগীর হোসেন আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মহানগর যুবমৈত্রীর সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা রায়হান হালিম, শামীম ইমতিয়াজ সুমন, মোহাইমিনুল হক রানা, সুভাষ চন্দ্র হেমব্রম, মাহাবুব আলম সুযন, সোহেল রানা প্রমুখ।

প্রতিনিধি সভার পরিশেষে যুবনেতা ইমাম হোসেনকে আহ্বায়ক নির্বাচিত করে মতিহার থানা যুবমৈত্রীর কমিটি ঘোষণা করা হয়।