ঢাকা | জানুয়ারী ৫, ২০২৫ - ১:০৩ অপরাহ্ন

রাবি উপাচার্যের সাথে ব্রিটিশ ডেপুটি হাইকমিশনারের মতবিনিময়

  • আপডেট: Tuesday, September 27, 2022 - 11:18 pm

স্টাফ রিপোর্টার: ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার জাভেদ প্যাটেল মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তারের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। এসময় তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

আলোচনাকালে রাবি উপাচার্য ব্রিটিশ বিশ্ববিদ্যালয় ও উচ্চতর গবেষণা প্রতিষ্ঠানসমূহের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিষয়ে সহযোগিতায় আগ্রহ প্রকাশ করলে ডেপুটি হাইকমিশনার সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এসময় রাবি উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম, প্রক্টর প্রফেসর মো. আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে, লোক প্রশাসন বিভাগের প্রফেসর প্রণব কুমার পাণ্ডে, ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের সহকারী পরিচালক ড. মনিরা জান্নাতুল কোবরা ও ইমরান হোসেন, ব্রিটিশ হাইকমিশনের কাউন্সেলর ডেনিয়েল শেরি ও ফরেন পলিসি এনালিস্ট কামরুজ্জামানসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।