ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ১০:২১ অপরাহ্ন

সমকালের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার লিগ্যাল নোটিশ, আরইউজের নিন্দা

  • আপডেট: Thursday, September 22, 2022 - 11:24 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানা ও সাধারণ সম্পাদক জাকির হোসেন অমির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সমকালের সম্পাদক মোজাম্মেল হোসেন, প্রকাশক আবুল কালাম আজাদ ও রাজশাহী ব্যুরো প্রধান সৌরভ হাবিবকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার হুমকি দিয়ে আইনী নোটিশ পাঠানো হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানার পক্ষে পাঠানো এই আইনী নোটিশের তীব্র প্রতিবাদ জাানিয়েছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক তানজিমুল হক।

এক বিবৃতিতে তারা বলেন, ‘ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে খবর প্রকাশের পর এই ধরনের আইনী নোটিশ স্বাধীন সাংবাদিকতার ওপর হস্তক্ষেপের শামিল। ছাত্রলীগ নেতাদের অপকর্ম ধামাচাপা দিতে গণমাধ্যমকর্মীদের এই লিগ্যাল নোটিশ পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে। এটা একটি নিন্দনীয় কাজ। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। পাশাপাশি ছাত্রলীগের ওই দুই নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও দাবি জানাচ্ছি।’