ঢাকা | অক্টোবর ১২, ২০২৪ - ৫:৪৩ পূর্বাহ্ন

র‌্যাবের ডিজি হলেন এম খুরশীদ হোসেন

  • আপডেট: Thursday, September 22, 2022 - 11:13 pm

 

অনলাইন ডেস্ক: পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেনকে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) হিসেবে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ সচিব ধনঞ্জয় কুমার দাস।

জনস্বার্থে জারি করা এই আদেশ আগামী ৩০ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এম খুরশীদ হোসেন ১২তম বিসিএসের (পুলিশ) মাধ্যমে পুলিশে যোগ দেন। বর্তমানে তিনি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করছেন। খুরশীদ হোসেন গোপালগঞ্জের কাশিয়ানীতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।