ঢাকা | নভেম্বর ১৮, ২০২৪ - ১০:২২ অপরাহ্ন

চিনি-চুন-ফিটকিরি-ডালডা ও রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়

  • আপডেট: Wednesday, September 21, 2022 - 11:29 pm

স্টাফ রিপোর্টার: বাঘার দুই গুড় কারখানায় আখের রসের পরিবর্তে চিনি-চুন-ফিটকিরি-ডালডা ও রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়। এই দুই কারখানায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গুড় তৈরিতে নানা অনিয়মের দায়ে দুই কারখানাকে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার ভোরে বাঘার আড়ানী এলাকায় অভিযান চালানো হয়। ভোক্তা অধিকারের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ অভিযানে নেতৃত্ব দেন।

তিনি জানান, র‌্যাব-৫ এর সহায়তায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে বাঘার আড়ানি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সেকেন্দার গুড় আড়তে আখের রসের পরিবর্তে পাঁচটি রাসায়নিক উপাদান ব্যবহারের প্রমাণ মেলে। তারা চিনি, চুন, ফিটকিরি, ডালডা ও রং দিয়ে আখের গুড় তৈরি করছিল। তারা আখের উপাদান ছাড়াই গুড় তৈরি করে আখের গুড় বলে বিক্রি করছিল।

এছাড়াও গুড় তৈরির কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ ছিল। এসব অপরাধে কারখানার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, এসময় পাশের আরেকটি ছোট গুড় কারখানায় অভিযান চালানো হয়। একই অপরাধে দুলাল গুড় আড়তের মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত ৮৫০ কেজি ভেজাল গুড় ধ্বংস করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত ৩০ আগস্ট সেকেন্দার গুড় আড়তে অভিযান চালানো হয়। সে সময়েও একই অপরাধে দেড় লাখ টাকা জরিমানা করে সতর্ক করা হয়।