ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ১২:৪৯ অপরাহ্ন

হার দিয়ে সিরিজ শুরু পাকিস্তানের

  • আপডেট: Wednesday, September 21, 2022 - 1:59 pm

অনলাইন ডেস্ক: সাত ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটের বড় পেয়েছে সফরকারী ইংল্যান্ড।

করাচির জাতীয় স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেন মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। শেষদিকে ব্যাটিং বিপর্যয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৮ রানের সংগ্রহ পায় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে অ্যালেক্স হেলদের দারুণ ইনিংসের পর হ্যারি ব্রুকের লড়াকু স্কোরে ৪ বল হাতে রেখে জয়ের দেখা পায় ইংল্যান্ড।

আগে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় পাকিস্তান। আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলের স্কোর বাড়াতে থাকেন রিজওয়ান। তাকে সঙ্গ দেন বাবর আজম। অধিনায়ককে ফিরিয়ে ৮৫ রানের এই দারুণ জুটি ভাঙেন আদিল রশিদ। রিজওয়ান ৪৬ বলে ৬৮ রানের ইনিংস খেলেন।

এরপর কেউ ব্যাট করতে নেমে ভালো করতে পারেনি। কেবল ইফতেখার আহমেদের ব্যাট থেকে আসে ১৭ বলে ২৮ রানের ইনিংস। ১৫৮ রান পর্যন্ত সংগ্রহ করতে সক্ষম হয় স্বাগতিকরা।

জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি ইংলিশরা। ফিল সল্ট ও দাভিদ মালান দ্রুত ফিরে যান। তিনে ব্যাটিংয়ে নেমে দলকে এগোতে থাকেন অ্যালেক্স হেলস। তাকে সঙ্গ দেন হ্যারি ব্রুক। পঞ্চাশ ছুঁয়ে হেলস বিদায় নিলেও একপ্রান্ত আগলে রাখেন ব্রুক। চার মেরে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। ৭ চারে ২৫ বলে খেলেন অপরাজিত ৪২ রানের ইনিংস।

সোনালী/জেআর