ঢাকা | জানুয়ারী ২৩, ২০২৫ - ৫:১৯ পূর্বাহ্ন

শিরোনাম

বেলায়েতের স্বপ্ন পূরণ হচ্ছে

  • আপডেট: Monday, September 19, 2022 - 11:28 pm

 

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ব্যর্থ হয়ে এবার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বাজিমাত করেছেন করেছেন ৫৫ বছর বয়সী বেলায়েত শেখ। রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ’ বিভাগে ৫ম স্থান অধিকার করে ভর্তির সুযোগ পেয়েছেন তিনি। সোমবার (১৯ সেপ্টেম্বর ) বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিভাগের সমন্বয়ক মো. শাতিল সিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ফল প্রকাশ করা হয়।

এদিন সকাল সাড়ে ৯টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেন তিনি। পরে দুপুর ২টায় ফলাফল প্রকাশিত হয়।

বেলায়েত বলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ৬৮ নম্বর পেয়ে পঞ্চম স্থান অধিকার করেছি। তবে ভর্তি নিয়ে সংশয়ে আছি। প্রাইভেট বিশ্ববিদ্যায়ে সাধারণত ভর্তি-সেশন ফি অনেক বেশি, অনেক টাকা প্রয়োজন। কিন্তু আমার এত টাকা-পয়সা নেই। ভর্তি ফি থেকে শুরু করে সেশন ফি পর্যন্ত আমাকে সুযোগ-সুবিধা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত আবেদন জমা দিয়েছি। এখন তারা অনুমোদন দিলেই ভর্তি হয়ে যাবো।

বেলায়েতের বাসা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায়। দুই ছেলে ও এক মেয়ের বাবা তিনি। তিনি দৈনিক করতোয়ার শ্রীপুর প্রতিনিধি। ২০২২ সালে রামপুরার মহানগর কারিগরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসিতে পাঁচ বিষয়ে প্লাস পেয়ে তিনি জিপিএ ৪ দশমিক ৫৮ পান। এর আগে, ২০১৯ সালে জিপিএ ৪ দশমিক ৪৩ পেয়ে এসএসসি পাস করেন।