শয়নকক্ষ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার: শয়নকক্ষ থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূর নাম রিতা বেগম (৩৫)। তিনি মহানগরীর ছোটবনগ্রাম এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন। তিনি জানান, আনোয়ার ও রিতা দম্পতির একটি মেয়ে আছে। রোববার বিকেলে তাদের মেয়ে প্রাইভেট পড়ার জন্য বের হয়। রাতে বাড়িতে ফিরে এসে দেখে প্রধান ফটকে তালা দেয়া অনেক ডাকাডাকি করার পর সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় ফটকের তালা ভাঙে। ভেতরে গিয়ে দেখে সিলিংয়ের রিতা বেগম ফাঁস দেয়া মৃতদেহ দেখতে পায়। এরপর পুলিশে গিয়ে খবর দেয়া হলে সোমবার সকালে মরদেহ উদ্ধা করে।
ওসি বলেন. ধারণা করা হচ্ছেÑ স্বামীর ওপর অভিমান করে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এরপরও তার মৃত্যুর কারণ নিশ্চিতের জন্য মরদেহটি ময়নাতদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তে অন্য কিছু পাওয়া গেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় থানায় মামালা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।