ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ১২:০১ অপরাহ্ন

হেরোইন ও ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

  • আপডেট: Saturday, September 17, 2022 - 11:04 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে হেরোইন ও ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ৪৮ গ্রাম হেরোইন ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শুক্রবার বিকেলে নগরীর মতিহার থানার চরশ্যামপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেনÑ নগরীর মতিহার থানার চরশ্যামপুর এলাকার হায়দার আলীর ছেলে সুজন (২৬) ও সুজনের স্ত্রী রুমা বেগম (২৭)।

শনিবার বিকেলে মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকেল ৪টায় নগরীর মতিহার থানার চরশ্যামপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ৪৮ গ্রাম হেরোইন ও ২০ পিস ইয়াবাসহ সুজন ও তার স্ত্রী রুমা বেগমকে গ্রেপ্তার করা হয়। তারা উদ্ধারকৃত মাদক বিক্রির জন্য অপেক্ষা করছিল বলে জানা যায়।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।