ঢাকা | মে ৯, ২০২৫ - ১০:৩২ অপরাহ্ন

মাহ্লে সম্প্রদায়ের জিতিয়া পার্বণ অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, September 17, 2022 - 11:11 pm

 

স্টাফ রিপোর্টার: ক্ষুদ্র নৃগোষ্ঠির মাহ্লে জাতিসত্তার জিতিয়া পার্বণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার দিনব্যাপি রাজশাহীর গোদাগাড়ীর সুরশুনিপাড়া মিশন স্কুল প্রাঙ্গণে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল অ্যাকাডেমি, মাহ্লে ল্যাংগুয়েজ অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি, মাসাউস এবং দিঘরী বাইসি পরিষদের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানের শুরুতে র‌্যালি, পূজা ও পিঠা বিতরণ করা হয়। এরপর মাহ্লে ল্যাংগুয়েজ অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি সভাপতি মেরিনা হাঁসদার সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানে আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির নির্বাহী পরিষদের সদস্য চিত্তরঞ্জন সরদার ও সুসেন কুমার শ্যামদুয়ার।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল অ্যাকাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু। শুভেচ্ছা বক্তব্য রাখেন মাহ্লে সমাজ ও সংস্কৃতি কর্মী মাইকেল মান্ড্রি। রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন এর উপস্থাপনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সুরশুনিপাড়া পাল পুরোহিত প্রভু নিবেদন ধর্মপল্লির ফাদার প্রদিপ যোসেফ কস্তা, গোদাগাড়ী উপজেলা পারগানা বাবুলাল মুরমু, দিঘরী প্রধান ও জিতিয়া ঠাকুর সিষ্টি বারে ও মাসাউস এর সভাপতি যাকব হেমরমসহ অন্যান্য মাহ্লে সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS