ঢাকা | অক্টোবর ১২, ২০২৪ - ৬:৫১ পূর্বাহ্ন

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত চার শতাধিক

  • আপডেট: Wednesday, September 14, 2022 - 10:46 pm

 

অনলাইন ডেস্ক: গত একদিনে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩৩৬ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

একই সময়ের মধ্যে ৪০২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৬ হাজার ১৪৫ জনে। আগের দিন মঙ্গলবার দেশে করোনা শনাক্ত হয়েছেছিল ৪৩৫ জনের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার নেমে এসেছে ৮ শতাংশে। আগের দিন এই হার ১০ দশমিক ৫৫ শতাংশ ছিল।

দেড় মাস পর সোমবার শনাক্ত রোগীর সংখ্যা আবার চারশ ছাড়ায়; মোট ৪২১ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে। মঙ্গলবার শনাক্ত হয় ৪৩৫ জন কোভিড রোগী। এরপর বুধবারও চারশর বেশি রোগী শনাক্ত।

গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ২১৭জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫৯ হাজার ৪৮৪ জন।