সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
বাঘা প্রতিনিধি: বাঘায় সাপের কামড়ে টুলু বেগম (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার রাত ১টার দিকে তাকে সাপে কামড়ায়। টুলু বেগম আড়ানী ইউনিয়নের বেড়েরবাড়ি বিনিময়াড়া গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।
জানা গেছে, বুধবার রাতের খাবার খেয়ে স্বামী-স্ত্রী নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে বিষধর সাপ ঘুমন্ত অবস্থায় তাকে কামড় দেয়। তাকে উদ্ধার করে স্থানীয় উঁঝার কাছে নিয়ে যাওয়া হয়।
পরে সকালে তার অবস্থা বেগতিক দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন আড়ানী ইউনিয়নের বেড়েরবাড়ি ওয়ার্ডের মেম্বর আবদুর রাজ্জাক।