ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ১১:২২ অপরাহ্ন

খাদ্যবান্ধব ওএমএসের প্রভাবে কমেছে চালের দাম: খাদ্যমন্ত্রী

  • আপডেট: Thursday, September 8, 2022 - 11:27 pm

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: খাদ্যবান্ধব, ওএমএস ও টিসিবির প্রভাবে বাজারে প্রতি কেজিতে ৫-৬ টাকা কমেছে চালের দাম। দাম আরো সহনশীল হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বৃহস্পতিবার নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছী মোড়ে ওএমমএস বিতরণ কার্যক্রম কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এসব মন্তব্য করেন।

এসময় মন্ত্রী বলেন, সারাদেশে নিরবচ্ছিন্ন, সুষ্ঠ ও সুন্দর ভাবে উৎসব মূখর পরিবেশে খাদ্যবান্ধব, ওএমএস ও টিসিবি বিতরণ হচ্ছে। এসব কর্মসূচিতে অপেক্ষাকৃত পিছিয়ে পড়া জনগোষ্ঠী অগ্রাধিকার পাচ্ছেন।

খাদ্যমন্ত্রী বলেন, চাল বিতরণ কার্যক্রমে কোথাও কোন অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। অনিয়ম হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন ধরনের অনিয়ম সহ্য করা হবে না। সঠিকভাবে চাল বিতরণ কার্যক্রম যেন হয়, সে ব্যাপারে প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে।

মন্ত্রী আরো বলেন, রোপা আমন মৌওসুমে কৃষকরা যাতে উৎপাদিত ধানের নায্য মূল্য পায় সেদিকে খেয়াল রেখে পরিকল্পনা গ্রহন করা হয়েছে। কৃষকদের ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে আমরা কাজ করছি।

এসময় মন্ত্রী উপকারভোগী সাধারণ মানুষের সাথে কথা বলে খোঁজ খবর নেন। তাঁর সঙ্গে খাদ্য বিভাগ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।