ঢাকা | সেপ্টেম্বর ১৯, ২০২৪ - ৬:২৯ পূর্বাহ্ন

শিরোনাম

ইতিহাসের সাক্ষী তিনশ বছরের বটগাছ

  • আপডেট: Thursday, September 8, 2022 - 11:30 pm

রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ থেকে: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ইচলাদিগর চরপাড়া গ্রামে কালের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে প্রায় ৩শ বছর আগের ঐতিহ্যবাহী পুরোনো বট গাছ।

খুব অল্প বয়স থেকেই বট গাছের ঝুরি নামতে শুরু করে৷ মাটির সমান্তরালে বাড়তে থাকা ডালপালার ঝুরিগুলো একসময় মাটিতে গেঁথে গিয়ে নিজেরাই একেকটা কাণ্ডে পরিণত হয়৷ এভাবেই বট গাছ ধীরে ধীরে চারপাশে বাড়তে থাকে এবং এক সময় প্রায় ৩ বিঘা জমির ওপর মহীরুহে পরিণত হয়৷

গাছকে ঘিরে গ্রাম অঞ্চলে রয়েছে শত সহস্র বছরের ঐতিহ্য৷ আর এই ঐতিহ্য বহনকারী বট গাছটি রয়েছে রায়গঞ্জ উপজেলায়৷ এ বট গাছের যে বিশাল ব্যাপ্তি তা ডিজিটাল যুগের উন্নত ক্যামেরার ফ্রেমে ধরা সম্ভব নয়৷ এই বট গাছটার জন্ম কথা জানে এমন লোক বর্তমানকালে রায়গঞ্জ উপজেলায় আর নাই৷

স্থানীয় কয়েকজন প্রবীণ লোকের কাছে বট গাছের জন্ম সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, আমরা দাদার আমল থেকে দেখে আসছি, আমাদের বাপ-দাদারাও বলতে পারবেন না, আর আমরা বলবো কীভাবে? উষ্ণ আবহাওয়ায় বিশাল আয়তনের এই ছায়া বৃক্ষটি মানুষের অনেক উপকারে আসে৷
জানা যায়, প্রাচীনকাল থেকেই প্রতি বছর বট বৃক্ষের ছায়ায় ২ দিন ব্যাপি মেলা অনুষ্ঠিত হয়।

লোক গানের আসর বসে, নাগর দোলায় ছোট শিশুদের আনন্দের অনুভূতি প্রকাশ পায়, জনসভারও আয়োজন হতো৷ এক কথায় বলতে গেলে রায়গঞ্জের এই বটগাছটি এখন পর্যটন কেন্দ্র হিসেবে সুনামের সাথে বেশ পরিচিতি অর্জন করে নিয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থীরা এই বটগাছটি দেখতে ও আনন্দ উপভোগ করতে আসে।