ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৪:৪৯ অপরাহ্ন

জামিলের সমাধিতে যুবমৈত্রীর সম্মেলন প্রস্তুতি কমিটির শ্রদ্ধা

  • আপডেট: Wednesday, September 7, 2022 - 12:09 am

স্টাফ রিপোর্টার : শহীদ জামিল আক্তার রতনের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নিজেদের সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে রাজশাহী মহানগর যুবমৈত্রীর সম্মেলন প্রস্তুতি কমিটি।

মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ প্রাঙ্গনে অবস্থিত শহীদ জামিল আক্তার রতনের সমাধিতে এ শ্রদ্ধা নিবেদন করেন প্রস্তুতি কমিটির নেতারা। মহানগর যুবমৈত্রীর সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মহানগর ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, সাবেক ছাত্রনেতা রায়হান হালিম, মোশাররফ হোসেন, কামরুল হাসান সুমন, হাফিজুর রহমান সাগর, মনিরুল ইসলাম, হারুন, অন্তর, বাঁধন, ইমাম হোসেন, ফরহাদ হোসেন, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আরিফ হোসেন, নাজমুল হাসান, সোহেল, মিঠুন, দিদারুল ইসলাম ইস্তো, জনি, রুবেল প্রমুখ। শ্রদ্ধা নিবেদন শেষে প্রস্তুতি কমিটির নেতারা সমাধির সামনে দাঁড়িয়ে শহীদ জামিলের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। এ সময় তারা আগামী সময়ে যুবমৈত্রীকে আরো শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে কার্যত সকল পদক্ষেপ গ্রহণের দৃঢ আশাবাদ ব্যক্ত করেন।