ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৩:৫৭ অপরাহ্ন

পান্নার অসুস্থ মায়ের পাশে নগর ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ

  • আপডেট: Monday, September 5, 2022 - 11:47 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর সম্পাদকমণ্ডলির সদস্য মনির উদ্দিন পান্নার মা সালমা বেগম অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন।

 সোমবার সকালে তাকে দেখতে হাসপাতালে যান মহানগর ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ। এসময় তারা চিকিৎসকের কাছে সালমা বেগমের চিকিৎসার খোঁজখবর নেন এবং তার দ্রুত রোগমুক্তির কামনা করেন।

এসময় মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু, সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুল মতিন, মহানগর ছাত্রমৈত্রীর সভাপতি ওহিদুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।