ঢাকা | নভেম্বর ২৭, ২০২৪ - ১:৫১ অপরাহ্ন

কোভিড-১৯ প্রতিরোধে টাউন হল মিটিং

  • আপডেট: Monday, September 5, 2022 - 11:41 pm

স্টাফ রিপোর্টার: কোভিড -১৯ প্রতিরোধ: ঝুঁকি নিরুপণ যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা বার্তা যোগাযোগ জোরদারকরণে স্বাস্থ্য বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগ সমূহের সাথে টাউন হল মিটিং রাজশাহী সিভিল সার্জনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

রাজশাহী সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. রাজিউল ইসলাম, রাজশাহী জেলা শিশু কর্মকর্তা মনজুর কাদের, রাজশাহী মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শবনম শিরিন, রাবি অধ্যাপক ও সুজনের রাজশাহী সাধারণ সম্পাদক ড. হেমায়েতুল ইসলাম আরিফ, রেডিও পদ্মার পরিচালক শাহানা পারভিন, সুজন রাজশাহী মহানগর সভাপতি পিয়ার বক্স প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন সুজন এর কেন্দ্রীয় সমন্বয়কারী দীলিপ সরকার। পাওয়ার পয়েন্টে এর মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাঙ্গার প্রোজেক্ট এর রাজশাহী আঞ্চলিক সমন্বয়কারী মিজানুর রহমান। প্রকল্পের রাজশাহী জেলা সমন্বয়কারী রাসেল আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানে ডাক্তার, শিক্ষক, এনজিও কর্মী, সাংবাদিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন। ইউনিসেফের সহযোগিতায় দি হাঙ্গার প্রোজেক্ট প্রকল্পটি বাস্তবায়ন করছে।