ঢাকা | সেপ্টেম্বর ১৪, ২০২৪ - ১২:৫৪ পূর্বাহ্ন

বায়া ঈদগাহ ও গোরস্থান কমিটির সভাপতি বাদল, সম্পাদক হাফিজুর

  • আপডেট: Sunday, September 4, 2022 - 11:31 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলার বায়া কেন্দ্রীয় ঈদগাহ ও গোরস্থান কমিটির সভাপতি পদে বাদল এবং সাধারণ সম্পাদক পদে হাফিজুর রহমান নির্বাচিত হয়েছে।

বায়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে কেন্দ্রীয় ঈদগাহ ও গোরস্থান কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত সকলের সমর্থনের মাধ্যমে সভাপতি পদে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এফ.এম অটো রাইস মিলের জি.এম মতিউর রহমান বাদল ও সাধারণ সম্পাদক পদে বিশিষ্ট সমাজসেবক হাফিজুর রহমান এবং কোষাধ্যক্ষ পদে মওদুদ হাসান টিপু নির্বাচিত হয়েছেন।

বায়া কেন্দ্রীয় ঈদগাহ ও গোরস্থান কমিটির জন্য একটি সৎ, যোগ্য ও যুগোপযোগী কমিটি নির্বাচিত হওয়ায় খুশি এলাকাবাসী। নবনির্বাচিত প্রতিনিধিগণ বলেন, ঈদগাহ ও গোরস্থানের ভবিষ্যৎ উন্নয়নের জন্য এলাকাবাসীর সহযোগিতায় তাদের পাশে আমরা কাধে কাধ মিলিয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ।