ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ৯:০৬ পূর্বাহ্ন

দেশে ফিরেই সরকারি বাসভবনে গোটাবায়া

  • আপডেট: Sunday, September 4, 2022 - 11:59 am

অনলাইন ডেস্ক: প্রবল গণবিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার দেড় মাস পর ফের দেশে ফিরেছেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে।

শনিবার সকালে সিঙ্গাপুর হয়ে কলম্বো ফেরেন ৭৩ বছরের এই রাজনীতিক। কলম্বোর বিমানবন্দরে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন লঙ্কান মন্ত্রী ও রাজনীতিকরা। দেশে ফিরেই সরকারি বাসভবন পেয়েছেন গোটাবায়া। এ ছাড়া তাঁকে কঠোর নিরাপত্তা দিতে দেখা গেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।

বিমানবন্দর থেকে সরকারি বাসভবনে যাওয়ার আগে ক্ষমতাসীন দলের সদস্য এবং আইনপ্রণেতাদের একটি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। শ্রীলঙ্কার এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, দেশে ফেরা রাজাপাকসের ভবিষ্যৎ পরিকল্পনা কী, সে বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে আবারও দেশের রাজনীতিতে সক্রিয় হতে পারেন তিনি। রয়টার্স।

সোনালী/জেআর