ঢাকা | জানুয়ারী ৯, ২০২৫ - ৮:৪১ অপরাহ্ন

পবায় ভালো শিখন বিষয়ক কর্মশালা

  • আপডেট: Saturday, September 3, 2022 - 11:39 pm

স্টাফ রিপোর্টার: পবা উপজেলায় ভালো শিখন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার হরিয়ান ইউনিয়ন পরিষদ ভবনে এনআইএলজি প্রকল্পের আওতায় ও ভার্কের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার্থীদের মেধা বিকাশে যুতসই পদক্ষেপ বিষয়ক প্রকল্প বাস্তবায়নে গুরুতারোপ করা হয়।

হরিয়ান ইউপির চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম। বিশেষ অতিথি ছিলেন হরিপুর ইউপির চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল, হড়গ্রাম ইউপির চেয়ারম্যান আবুল কালাম আজাদ, হুজুরীপাড়া ইউপির চেয়ারম্যান গোলাম মোস্তফা, দামকুড়া ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম, বড়গাছী ইউপির চেয়ারম্যান শাহাদত হোসেন সাগর, পারিলা ইউপির চেয়ারম্যান সাইদ আলী মোরশেদ ও দর্শনপাড়া ইউপির চেয়ারম্যান শাহাদত হোসেন সাব্বির।

উপস্থিত ছিলেন পবা উপজেলার আটটি ইউনিয়নের সদস্যবৃন্দ। এই কর্মশালাটি ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মিলনমেলায় রূপ নেয়।