ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ৮:৩৩ অপরাহ্ন

মিয়ানমারের একটা নাগরিককেও বাংলাদেশে ঢুকতে দেব না

  • আপডেট: Saturday, September 3, 2022 - 11:10 pm

 

অনলাইন ডেস্ক: মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘাতের জেরে কোনো নাগরিক বাংলাদেশে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

শনিবার সন্ধ্যায় সিলেটের লাক্কতুরা চা বাগানে চা বাগানে চা শ্রমিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারে বিভিন্ন আর্মস গ্রুপ সংঘাতে জড়িয়েছে। ভয় সে দেশের নাগরিকরা যখন নির্যাতিত হয়,তখন বাংলাদেশে দিকে চলে আসে।

তিনি বলেন, ‘তবে আমরা তথ্য পেয়েছি এবার তারা বাংলাদেশের দিকে আসছে না।

‘মিয়ানমারের কোনো নাগরিক যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে বিষয়ে আমরা বিজিবিকে সতর্ক অবস্থায় রেখেছি।’

মিয়ানমার থেকে আসা মর্টার শেল বাংলাদেশের সীমানায় পড়েনি বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

প্রসঙ্গত, শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাংলাদেশের ভূখণ্ডে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর দুটি গোলা এসে পড়ে। জনবসতিহীন পাহাড়ে এসে পড়া গোলা দুটি বিস্ফোরিত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে গত ২৮ আগস্ট দুটি মর্টারের গোলা নাইক্ষ্যংছড়ির উত্তর ঘুমধুমপাড়ার জনবসতিপূর্ণ এলাকায় এসে পড়ে। তবে সে সময়ও গোলা দুটি বিস্ফোরিত না হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।