ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ১:৩৮ অপরাহ্ন

নাচের কথা বলে ডেকে নিয়ে গণধর্ষণ, মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাসহ দুইজন গ্রেপ্তার

  • আপডেট: Friday, September 2, 2022 - 4:50 pm

অনলাইন ডেস্ক: দিনাজপুরের নবাবগঞ্জে তরুণীকে গণধর্ষণের মামলার নূর মোহাম্মদ (৩০) ও আব্দুল করিম (৩১) নামের দুইজনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃত দুইজনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

আসামিরা হলেন, নবাবগঞ্জ উপজেলার হরিনাথপুর গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার ছেলে উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাবেক সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ (৩০) এবং একই গ্রামের তাহের আলীর ছেলে করিম মিয়া (৩১)।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হরিনাথপুর গ্রামের হালিম ব্যবসায়ী করিম মিয়া নাচের প্রোগ্রামের কথা বলে গত ২৭ আগস্ট ভুক্তভোগী তরুণীকে নিজ গ্রামে দাওয়াত দিয়ে নিয়ে যান। পরে সেখান থেকে পশ্চিম ফতেপুর আশ্রয়ন প্রকল্পের ঘরে নিয়ে তাকে জোরপূর্বক প্রথমে নুর মোহাম্মদ, পরে করিম মিয়া, এরপর একে একে কয়েকজন মিলে ধর্ষণ করেন।

এ ঘটনায় ভুক্তভোগী নিজে ঘটনার পরের দিন থানায় উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন থানার তদন্ত ওসি মমিনুজ্জামান মমিন।

নবাবগঞ্জ থানার তদন্ত ওসি মমিনুজ্জামান মমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভিকটিমের অভিযোগ সত্যতা পাওয়া গেছে। অভিযোগ দায়ের করার পর বৃহস্পতিবার অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। আরও আসামিদের আটক করতে অভিযান।

সোনালী/জেআর