ঢাকা | নভেম্বর ২৮, ২০২৪ - ২:৩৩ অপরাহ্ন

বাঘায় ঘরে স্ত্রীর ঝুলন্ত লাশ, স্বামী পলাতক

  • আপডেট: Thursday, September 1, 2022 - 11:15 pm

বাঘা প্রতিনিধি: বাঘায় একটি ঘরের তীর থেকে পাপিয়া খাতুন নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার নুরনগর এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। এ সময় তার স্বামী নজরুল ইসলাম পালিয়েছেন।

স্থানীয় লোকজন জানান, নিহত গৃহবধূর বাবার বাড়ি কুষ্টিয়া জেলার ঝিনাইদাহ গ্রামে। গত আড়াই বছর পূর্বে ঐ নারী দুটি সন্তানসহ তার প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে একই এলাকার অবাইদুল ইসলামের ছেলে নজরুল ইসলামকে বিয়ে করে। এরপর প্রথম দিকে তারা সুখি হলেও ইদানিং নানা কারণে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ হতে থাকে।

নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেশী এক ব্যক্তি জানান, বুধবার রাতে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুনেছি। এরপর সকালে শয়ন ঘরের তীরের সাথে গলায় ওড়না পঁচানো অবস্থায় স্ত্রী পাপিয়া (৩২) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ বিষয়ে বাঘা থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল করিম জানান, লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, স্বামীর ওপর অভিমান করে তিনি আত্মহত্যা করে জীবনের জ্বালা মিটিয়েছে ।

তবে স্থানীয় লোকজন দাবি করেছেন, এই নারী স্বামীর অত্যাচার সইতে না পেরে ২০-২৫ দিন পূর্বে একবার ট্রেনের নিচে মাথা দিতে গিয়েছিলো। সেখান থেকে তাকে উদ্ধার করে কতিপয় লোকজন। তারা এই ঘটনাকে আত্মহত্যার প্ররোচনা বলে উল্লেখ করেন। বিশেষ করে স্বামী নজরুল ইসলাম পালানোর কারণে অনেকের কাছে ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে।

এদিকে গৃহবধূর পিতা আমির উদ্দিন জানান, তার মেয়ে আগের স্বামীর কাছে সুখে-শান্তিতেই ছিলো। কিন্তু প্রতিবেশী নজরুল ইসলাম (৪০) তার মেয়েকে অনেক লোভ-লালসা দেখিয়ে তার প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে। তিনি এ ঘটনার জন্য পুলিশের কাছে ন্যায় বিচার প্রার্থনা করেছেন।

বাঘা থানা অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান, আমরা লাশ উদ্ধার করে রামেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্তের রিপোর্ট এলে প্রকৃত রহস্য জানা যাবে।