ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ১১:১৩ পূর্বাহ্ন

পবায় তিন দিনব্যাপী ইয়ুথ অ্যাম্বাসেডর প্রশিক্ষণ সমাপ্ত

  • আপডেট: Thursday, September 1, 2022 - 11:17 pm

স্টাফ রিপোর্টার: ‘সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই’ এই প্রতিপাদ্যে গতকাল বৃহস্পতিবার পবার ইউসেপ মিলনায়তনে তিন দিনব্যাপী ইয়ুথ অ্যাম্বাসেডর প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি হাঙ্গার প্রোজেক্ট এর রাজশাহী জেলা সমন্বয়কারী আল আমীন মিয়া। প্রধান অতিথি ছিলেন নওহাটা পৌরসভার সাবেক মেয়র, নওহাটা পৌর বিএনপির আহ্বায়ক, পবা পিএফজির অ্যাম্বাসেডর আলহাজ¦ শেখ মকবুল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক পবা পিএফজির অ্যাম্বাসেডর আশরাফুল হক তোতা, নওহাটা পৌরসভার প্যানেল মেয়র পবা পিএফজির অ্যাম্বাসেডর আজিজুল হক, পবা পিএফজির অ্যাম্বাসেডর হাসিনুর রহমান, দৈনিক নতুন প্রভাত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও পবা পিএফজির কো-অর্ডিনেটর সোহেল মাহবুব।

প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন হাঙ্গার প্রোজেক্টের প্রশিক্ষক সুখময় পাল। তাকে সহযোগিতা করেন ইয়ুথ মোবিলাইজেশন অফিসার মাসুম রাসেল। সার্বিক সহযোগিতা করছে ইয়ুথ লিডার রফিকুল ইসলাম শিমুল। পবা উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের এবং সাধারণ যুবকসহ মোট ২১ জন এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে।