ঢাকা | সেপ্টেম্বর ১৯, ২০২৪ - ২:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম

পদ্মা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেট: Thursday, September 1, 2022 - 11:24 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পদ্মা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে নগরীর গুড়িপাড়া হাইটেক পার্ক এলাকার থেকে মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

নৌ পুলিশের রাজশাহী মহানগর ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নগরীর গুড়িপাড়া হাইটেক পার্ক এলাকায় পদ্মা নদীতে আনুমানিক ২৫ বছরের বয়সের ওই যুবকের মরদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। পরে দামকুড়া থানা ও নৌপুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, অজ্ঞাত যুবকের কয়েকদিন আগে মৃত্যু হয়েছে। দূর থেকে পানিতে ভেসে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তির পরনে জিন্সের প্যান্ট ছিল। উপরের দিকে কোনো জামা ছিল না।

দামকুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে নৌ পুলিশ। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

মরদেহ উদ্ধারের ঘটনায় নৌ-পুলিশ অপমৃত্যুর মামলা দায়ের করেছে। অজ্ঞাত ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।